প্রত্যাখ্যানের ইতিহাস

রবিউল সুমন
| আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৭:৫৬ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৭, ১৭:৫২

সিগারেট খাও কবি, সিগারেট খাও পকেটে সিগারেটের প্যাকেট একটি ইতিহাস।

সদ্য যৌবনে পা দেওয়া

কোন এক তরুণীর

প্রেম প্রত্যাখ্যানের ইতিহাস।

সিগারেট খাও কবি, সিগারেট খাও।

বন্ধুর হাতে সিগারেট

কোন বান্ধবীর কোমল হাতে

হাত ধরতে না পারা

ব্যর্থ যন্ত্রণার ইতিহাস।

প্রেমিকের লাল ঠোঁটে সিগারেট

প্রেমিকার উষ্ণ ঠোঁটে

ঠোঁট রাখতে না পারা

অপূর্ণ বেদনার ইতিহাস।

সিগারেট খাও কবি, সিগারেট খাও।

কোন বিপ্লবীর হাতে সিগারেট

কেবলমাত্র জ্বালাময়ী বক্তৃতা শেষে

নিজেকে শান্ত করার ইতিহাস।

নেতার ঠোঁটে সিগারেট

রাজনীতির খেলায় পরাজিত

ভয় দূর করার ইতিহাস।

সিগারেট খাও কবি,

সিগারেট খাও।

রিকশাওয়ালার হাতে সিগারেট

ঘাম ঝরানো পরিশ্রম শেষে

অবসাদ মুক্ত করার ইতিহাস।

শুধুমাত্র তোমার লাল ঠোঁট

আর কোমল হাত

বাদে সব ইতিহাস।

সিগারেট খাও কবি, সিগারেট খাও

খাচ্ছি তো খাচ্ছি,

টানছি তো টানছি,

ভাবছি তো ভাবছি।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :