আমভিত্তিক শিল্প গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা

চাঁপাইগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৭, ১৮:০৮

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আমভিত্তিক শিল্প গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জেলা প্রশাসকের মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।

জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ঢাকার এসএমই স্পেশাল অ্যান্ড প্রোগ্রামসের মহাব্যবস্থাপক স্বপ্ন কুমার রায়, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক মোসা. নুরুন নাহার।

আর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, প্রাণ গ্রুপের ডিজিএম সারোয়ার হোসেন, রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি রোজেটি নাজনীন।

সভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে উৎপাদিত আম ও অন্যান্য ফলমূল প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষিভিত্তিক শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহজ শর্তে ঋণসহ অন্যান্য সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়।

সভায় শিল্প উদ্যোক্তা, আম ব্যাবসায়ী, আম বিশেষজ্ঞ, ব্যাংক ম্যানেজার, সরকারি কর্মকর্তাসহ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :