আগামী নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি তথ্যসন্ত্রাস করছে: খালিদ

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৭, ২০:১৭
ফাইল ছবি

আগামী নির্বাচনকে ভণ্ডুল করতে বিএনপি তথ্যসন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতায় ব্যঘাত ঘটাতে ৫ জানুয়ারির আগে-পরে যে অগ্নিসন্ত্রাস করেছিল; আবারও তারা সেদিকে যেতে পারে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে স্বাধীনতাবিরোধী একটি মহল দেশে তথ্যসন্ত্রাসসহ গভীর ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচন যেন অর্থবহ হয়; এ ব্যাপারে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার জেলার বোচাগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প টিআরের অর্থ বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

খালিদ বলেন, সরকারের উন্নয়ন ও আন্তর্জাতিক ভাবমূর্তি দেখে বিএনপি আজ দিশেহারা। তারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিনিয়ত মিথ্যার বেসাতি ছড়াচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যেতে যা যা করা দরকার বর্তমান সরকার তাই করে যাচ্ছে। আওয়ামী লীগ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দেয়; কারণ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশ সমৃদ্ধ হবে। দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৪টি প্রকল্পে টিআরের নয় লাখ ৯০ হাজার টাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পাঠানের ৬২ জন নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেন খালিদ মাহমুদ চৌধুরী। পরে সেতাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারণে দেশের সব ধরনের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/টিএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :