কারা ফটকে ‘জঙ্গি’ সাহেব জান আবার আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০১৭, ১০:০৮

ঠাকুরগাঁও জেলা কারাগারের সামনে থেকে ‘জঙ্গি’ সাহেব জানকে আবারও আটক করেছে পুলিশ। এর আগে তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনে মুক্ত হওয়ার পরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আবারো আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

সাহেব জানের ভাই ইয়াকুব আলী জানান, গত বছরের ২৭ জুলাই পুলিশ সাহেব জানকে হরিপুর উপজেলার বরিয়াল গ্রাম থেকে গ্রেপ্তার করে। গত ২৯ মার্চ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।

বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র ঠাকুরগাঁও কারাগারে এলে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। এ সময় তার পরিবোরের লোকজন তাকে নিতে আসে। কিন্তু জেল গেট থেকে বের হতে না হতেই পুলিশ আবার তাকে আটক করে।

ওসি মশিউর রহমান ‘জঙ্গি’ সাহেব জানের আটকের কথা স্বীকার করে জানান, তাকে পর্যবেক্ষণের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

২০১৬ সালের ২৭ জুলাই হরিপুর উপজেলা বরিয়াম গ্রামে গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি দেশীয় অস্ত্রসহ সাহেব জানকে আটক করে পুলিশ। সাহেব জান ‘জঙ্গি’ সংগঠনের সঙ্গে জড়িত ও ঠাকুরগাঁওয়ে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছিল বলে জানান পুলিশ সুপার ফারহাত আহমেদ।

সাহেব জান হরিপুর উপজেলার বনগাঁও ফাজিল মাদ্রাসা থেকে চলমান আলিম (এইচএসসি) পরীক্ষা কারাগারে বসেই দিচ্ছিল।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :