গুগলের বাংলা বর্ষবরণ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০১৭, ১০:১৫

বাংলা নববর্ষ বরণ করতে অংশ নিয়েছে পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। গুগলের ডুডল সেজেছে রঙিন সাজে। ডুডলে যোগ হয়েছে বিশেষ লোগো। বিশেষ এই ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে পহেলা বৈশাখের ঐতিহ্যকে।

বিশেষ দিনে বিভিন্ন দেশের জন্য হোমপেইজে আলাদা ডুডল দিয়ে থাকে গুগল। ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত ডুডলে দেখা যাচ্ছে বিভিন্ন রঙিন মুখোশ। এসব মুখোশের মধ্যে আছে পেচা, বাঘ, সূর্য্য ইত্যাদি।

ডুডলে প্রদর্শিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।

আর গুগলের লোগোর উপর কার্সর রাখলে তাতে প্রদর্শিত হচ্ছে ‌`Happy Bengali New Year !` লেখাটি। এর আগে ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করেছিল গুগল।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা