গাজীপুরে আলাদা ঘটনায় ২ খুন
গাজীপুরের পূর্বচান্দনা ও পোড়াবাড়ি এলাকায় ছুরিকাঘাতে এক বাস চালকসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা এলাকার বাসচালক সুজন ভাণ্ডারী ও পোড়াবাড়ি এলাকার রিকশাচালক আব্দুর রহিম।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার ভোরে বাস চালাতে শিমুলতলী এলাকার উদ্দেশে বের হন সুজন। একপর্যায়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে পূর্ব চান্দনা বিহারীবাড়ি এলাকায় পৌঁছালে জয় নামে এক যুবক সুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছে পুলিশ।
এদিকে, পোড়াবাড়ি এলাকায় শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান রিকশাচালক আব্দুর রহিম। মৃত আব্দুর রহিম ওই এলাকার মহর আলীর ছেলে।
তবে কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলতে পারেনি পুলিশ।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন