ঠাকরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:০৪

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় জেলার বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি।

আকাশ অন্ধকার করে নেমে আসে কালবৈশাখী ঝড়। প্রায় ঘণ্টাকাল স্থায়ী এ শিলাবৃষ্টিতে ভুট্টা, আম, লিচু ও পিঁয়াজ বীজের ব্যাপক ক্ষতি হয়েছে। শতশত একর ভুট্টাক্ষেত ভেঙে পড়েছে। এছাড়াও ঝড়ে বেশকিছু গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। অবরুদ্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তবে এখন পর্যন্ত হত্হতের কোন সংবাদ পাওয়া যায়নি।

বিশেষ করে বালিয়াডাঙ্গী, বড়বাড়ি, ভানোর, বড় পলাশবাড়ি, দুওসুও ইউনিয়নে আঘাত হানে কালবৈশাখী ঝড়। বড় বড় গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে কালবৈশাখী ঝড়ে কৃষি ক্ষেত্রের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে উপজেলা কৃষি কর্মকর্তাকে জরিপ করার নির্দেশ দেয়া হয়েছে। জরিপের তথ্য পাওয়া গেলে ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :