ইসলামী ব্যাংকে আকর্ষণীয় চাকরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:১৪
অ- অ+

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির ‘অফিসার (অ্যাপ্লিকেশন ডেভেলপার)’, ‘অফিসার (আইটি সিকিউরিটি অফিসার)’, ‘অফিসার (অ্যাপ্লিকেশন সার্ভার ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন ইঞ্জিনিয়ার)’ এবং ‘অ্যাসিস্টেন্ট অফিসার গ্রেড-দুই (আইটি সাপোর্ট সার্ভিস)’ এসব পদে এই নিয়োগ দেবে। বিডিজবসে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী পদগুলোতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

অফিসার (অ্যাপ্লিকেশন ডেভেলপার)

সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলিজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।

অফিসার (আইটি সিকিউরিটি অফিসার)

সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলিজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন্স এক্সপার্ট (এমসিএসই), রেড হাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন (আরএইচসিএসএ), সার্টিফাইড এথিক্যাল হ্যাকার (সিইএইচ), সিসিএনএ, সিসিএনপি সিকিউরিটি, সিআইএসএসপি, সিআইএসএ, আইটিআইএল বা প্রিন্সটু সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসার (অ্যাপ্লিকেশন সার্ভার ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন ইঞ্জিনিয়ার)

সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলিজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন্স এক্সপার্ট (এমসিএসই), রেড হাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার (আরএইচসিই) বা ভার্চুয়ালাইজেশন সার্টিফাইড ইঞ্জিনিয়ার সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্টেন্ট অফিসার গ্রেড-দুই (আইটি সাপোর্ট সার্ভিস)

সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলিজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

পদগুলোতে আবেদনের জন্য আগামী ৩০ এপ্রিল, ২০১৭ পর্যন্ত আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর।

অ্যাসিস্টেন্ট অফিসার (গ্রেড-দুই) পদে নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে ৩৯ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য পদের বেতন হবে ৫৫ হাজার ৫০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট (career.islamibankbd.com/) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ৩০ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজের আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ দিনে ভোমরা বন্দর দিয়ে এসেছে ৩৫ হাজার টন চাল 
জুট ব্যবসাকে কেন্দ্র করে ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
শেখ হাসিনা ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: জুয়েল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা