গাজীপুরে সাংসদ রাসেলের আয়োজনে বৈশাখী মিলনমেলা

প্রকাশ | ১৫ এপ্রিল ২০১৭, ২২:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরের টঙ্গীতে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মিলনমেলার আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। শনিবার বিকালে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈশাখী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাংসদ রাসেলের সহধর্মিণী খাদিজা রাসেল।

উদ্বোধন শেষে রাসেল তার সহধর্মিণীকে নিয়ে মেলায় হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসা স্টলগুলো ঘুরে দেখেন।

মিলনমেলা উপলক্ষে টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে গাজীপুরের সব স্তরের নেতাকর্মী উপস্থিত হন। মিলনমেলায় সাংসদ রাসেল নেতাকর্মীদের সাথে নববর্ষের কুশলাদি বিনিময় করেন।

এসময় সাংসদ রাসেল সব বিভেদ ভুলে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা জাকির হোসেন, মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজি মনজুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, হুমায়ুন কবির বাপ্পি, আব্দুর রহমান পিংকু, শাহজাদা সেলিম লিটন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/আইআর/জেবি)