দিনাজপুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১০:০৭

উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ভোট চলছে। এই দুই ইউনিয়নের কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি লক্ষণীয়।

বিরল উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ৭ নং বিজোড়া ও ১১ নং পলাশবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট নয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও দুটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৬৪ জন এবং মহিলা সংরক্ষিত সদস্য পদে ২৭ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

দুটি ইউনিয়নের মোট ১৮টি ওয়ার্ডে ৮৩টি কক্ষে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৬শ ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার একশ ২জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫শ ২৪ জন।

সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আনসার, পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি ও র‌্যাব সার্বক্ষণিক টহল দিচ্ছে।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রগুলোতে কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। শন্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এসএএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :