নরসিংদীতে মাইক্রো-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বেনু-লুৎফর, নরসিংদী
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১১:০২| আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৫:১৭
অ- অ+

নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

রবিবার সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াদিয়া গাঙপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন- প্রাইভেটকারের যাত্রী বিল্লাল হোসেন, তার শ্যালক আবুল হোসেন, মাইক্রোবাস চালক রাসেল। এছাড়া নিহতদের মধ্যে অজ্ঞাত পরিচয়ের এক নারীও রয়েছেন। তার বয়স প্রায় পঞ্চাশ বছর বলে জানায় পুলিশ।

আহতরা হলেন- হিরামনি, ছিদ্দিক মিয়া, সুরাইয়া বেগম, সাকেস্তা বেগম, আল-আমিন, শহিদুল ইসলাম, নুর আলম ও ইব্রাহিম। তাদের ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় নিহত বিল্লালের স্ত্রী সাকেস্তা বেগম, পুত্র নুর আলম ও প্রাইভেটকারচালক ইব্রাহিম ওরফে শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শফিকুল ইসলাম জানান, ওই স্থানে সিলেটগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২১-৮৮৮২) সাথে ঢাকাগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৩-১০৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ব্যাপারে শিবপুর থানায় মামলা হয়েছে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার হাজি বাজারের বাবুল মিয়ার পুত্র বিল্লাল হোসেন সপরিবারে প্রাইভেটকারে চড়ে সিলেটে মাজার জেয়ারতের জন্য যাচ্ছিলেন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/এলএ/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা