মেইজুর নতুন ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১২:২২

নতুন একটি হ্যান্ডসেট বাজারে ছাড়তে যাচ্ছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজু। ফোনটির মডেল মেইজু ই২। এই ফোন ২৬ এপ্রিল অবমু্ক্ত করা হবে। এজন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেইজুর ভাইস প্রেসিডেন্ট লি নান এই তথ্য নিশ্চিত করেছেন।

চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-এর তথ্য মতে, মেইজুর নতুন ফোনের মডেল নম্বর এম৬১২সি। এটি বাজারে মেইজু ই২ নামে বাজারে পাওয়া যাবে।

ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। এতে অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হবে।

মেইজুর নতুন ফোনটি মেটাল বডির তৈরি। এতে ৪ জিবি র‌্যাম থাবে। ফোনটির প্রধান ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।

ফোনটির দাম কেমন হবে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :