সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১৩:৪০
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলনের ভাগিনা আরিফ মন্ডলকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল ৯টায় তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আব্দুল মালেক, আব্দুল মজিদ, গরিবুল্লাহ, আজহার আলী, জামাল শেখ, আকসেদ আলী, মতলেব হোসেনকে রাজশাহী, সিরাজগঞ্জ এবং তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাস জমি নিয়ে রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলনের ভাগিনা আরিফ মন্ডলের সঙ্গে মাগুড়া বিনোদ গ্রামের হারু প্রামানিকের ছেলে আকসেদ সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আরিফ মন্ডল সকালে লোকজন ও দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে পাগলা বাজারে হামলা চালায়। এতে ১৫ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী, তাড়াশ ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আরিফ মন্ডলকে আটক করেছে পুলিশ।

তাড়াশ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমান ঢাকাটাইমসকে জানান, খাস জমি নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় আজকে হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত আরিফকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :