সিরাজগঞ্জের ঘুরকায় বিএনপির ভোট বর্জন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১৪:৫৪

ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে এনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়ন পরিষদের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী রুবেল রানা।

রবিবার দুপুরে ঘুরকা বাজারে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থী জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে এনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এরা হলেন- জিল্লুর রহমান (নৌকা), নাজমুল হুদা (ধানের শীষ) ও আবু তালেব (আনারস)।

উপজেলা রিটানিং অফিস থেকে জানা গেছে, ২০১৬ সালের ২২ মার্চ ঘুরকা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। বিএনপি চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ সরকার এই নির্বাচনে জয়লাভ করেন। গত নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে আবু সাঈদ সরকার মারা যান। তার মৃত্যুতে রবিবার এই ইউনিয়নে উপ-নির্বাচন হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :