বাগেরহাট-খুলনা মহাসড়কে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৬:৫২ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১৬:৪১

বাগেরহাট-খুলনা মহাসড়কের দুই পাশের প্রায় আট কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বারাকপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ।

বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার মুক্ত বলেন, দুর্ঘটনা এড়াতে খুলনা-বাগেরহাট মহাসড়কের দুই পাশের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে। কেউ যদি আবার এ ধরনের স্থাপনা গড়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশের ফাঁকা জায়গায় অবৈধভাবে দোকানঘর তুলে ব্যবসা চালিয়ে আসছিল দখলদাররা। এদের কারণে অনেক সময় এ সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :