রূপগঞ্জে ট্রাকচাপায় রিকশার যাত্রী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১৭:৫৯
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটবাহী ট্রাকের চাপায় এনায়েত মিয়া (২৮) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হন রিকশা চালকসহ আরো এক যাত্রী।

রবিবার দুপুরে উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার মনু মিয়ার ছেলে এনায়েত মিয়া (২৮)। এছাড়া তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, গোলাকান্দাইল নতুন বাজার এলাকার লোকাল রাস্তা থেকে রিকশা যোগে আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে উঠার পরই দ্রুতগামী ইটবাহী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ওই রিকশা আরোহী নিহত হন। এসময় আহত হন রিকশা চালকসহ আরো এক যাত্রী। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে ৩৩২০ টন চাল আমদানি
বিআরটি করিডোর: গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু রবিবার
‘দেশবাসী জামায়াতে ইসলামীর শাসন দেখতে চায়’
স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি: গোলাম পরওয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা