চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১৯:০৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার দুপুরে হাউলী ইউনিয়ন পরিষদের সামনের চুয়াডাঙ্গা- যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল বার বার ঘোষিত হলেও নির্বাচনের ২/১ দিন আগে চিহ্নিত একটি মহল প্রতিবারই নির্বাচন বানচাল করছে। তারা উচ্চ আদালতে ভুয়া সীমানা সংক্লান্ত অভিযোগ উত্থাপন করে রিট করে নির্বাচন স্থগিত করছে।

অবিলম্বে হাউলী ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা ও ষড়যন্ত্রকারীদের তৎপরতা বন্ধ না হলে কঠোর কর্মসূচিরও হুমকি দেন তারা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাবু, আবু সাইদ খোকনসহ স্থানীয়রা।

উল্লেখ, চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু গত দুই দিন আগে উচ্চ আদালতে সীমানা সংক্লান্ত এক রিট আবেদনের পেক্ষিতে আাদালত দুই মাস নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।

এর আগেও তফসিল ঘোষণা পর এক ব্যক্তির আবেদনের পেক্ষিতে নির্বাচন স্থগিত হয়।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :