এক ভোট বেশি পেয়ে জয়লাভ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১৯:৩৮

দিনাজপুরের চিরিরবন্দরে আলোকডিহি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বির চেয়ে এক ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এক প্রার্থী। তার নাম মাহাবুব রহমান। ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক মারা যাওয়ায় এ উপ নির্বাচনের আয়োজন করা হয়।

রবিবার উপজেলার আলোকডিহি ইউনিয়নের উত্তর আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।

ওই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৭৭৬। অনুপস্থিত ছিলেন ১৮৯ জন। ভোট পড়েছে ৫৮৭ টি। এর মধ্যে বাতিল হয়ে যায় দুই ভোট। মোট ৫৮৫ ভোট এর মধ্যে মো: মাহাবুব রহমান ফুটবল প্রতীক নিয়ে ২৯৩ পান। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি সদস্য মরহুম নুরুল হকের স্ত্রী মোছা: রোকেয়া বেগম মোরগ প্রতীক নিয়ে ২৯২ পান। ফলে মাহাবুব রহমান এক ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবয় অফিসার মো: মোস্তাফিজুর রহমান।

এছাড়া ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) মো: মাশফাকুর রহমান ও চিরিরবন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হারেসুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :