সৈয়দপুর উপজেলা উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে রবিবার বিকাল ৫টা পর্যন্ত মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরা হচ্ছেন- আওয়ামী লীগের ১ জন, বিএনপির ১ জন, জাতীয় পার্টির ১ জন, ইসলামী আন্দোলনের ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২ জন।
দুপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেলশ্রমিক কারখানার শাখার সভাপতি মোখছেদুল মোমিন (নৌকা) মনোনয়নপত্র দাখিল করেন।
এরপর বিএনপি সমর্থিত প্রার্থী শওকত হায়াত শাহ (ধানের শীষ) মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সাবেক ছাত্রনেতা ইলিয়াস চৌধুরী ভলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিক নিয়ে হাফেজ নূরুল হুদা এবং স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিটলার চৌধুরী ভুলু, জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আবদুল মোনতাকিম মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় সকল দলের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক প্রার্থীর সাথে ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এবারে প্রার্থীর সংখ্যা বেড়েছে। অথচ গত ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি নির্বাচনে মাত্র দুজন প্রার্থী ছিলেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ এপ্রিল। ভোটগ্রহণ ১৬ মে নির্ধারণ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক চলতি ১ মার্চ ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন