কুমিল্লায় একটিতে আ.লীগ, অন্যটিতে বিদ্রোহী জয়ী

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ২১:৪০

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলী আশরাফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামরুল ইসলাম জয়লাভ করেছেন।

এদিকে, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম সারোয়ার সরকার (আনারস)।

রবিবার জিয়ারকান্দিস্থ বাস ভবনে তিনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী আলী আশরাফ (নৌকা) তার লোকজন দিয়ে প্রতিটি কেন্দ্রে ব্যাপক ভোট কারচুপি ও কেন্দ্র দখল করেছে। এ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে তিনি নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।

উল্লেখ্য- এ ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসাইন সরকার গত বছরের ৮ নভেম্বর দুর্বৃত্তের হাতে খুন হন। এদিকে হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। বিএনপি মনোনীত প্রার্থী আবু নাসের ওয়াহেদ দ্বিতীয় স্থানে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাদেক সরকার হয়েছেন তৃতীয়। অপর আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান হয়েছেন ৪র্থ।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :