মির্জাপুরে কে পেলেন কত ভোট
টাঙ্গাইলের মির্জাপুরে ছয়টি ইউনিয়নের তিনটিতে আ.লীগ, দুইটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
এদের মধ্যে লতিফপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৯০৭ ভোট, নিকটতম আলী হোসেন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট।
আজগানা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সিকদার (নৌকা) ১০ হাজার ৬২৯ ভোট, নিকটতম আবুল হোসেন কনক (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৫২৩ ভোট।
ভাওড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭৩১ ভোট, নিকটতম সাইদুর রহমান খান (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯৬১ ভোট।
বহুরিয়া ইউনিয়নে আব্দুস সামাদ (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৭৭৯ ভোট, নিকটতম আবু সাইদ ছাদু (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭২৫ ভোট।
তরফপুর ইউনিয়নে মো. সাইদ আনোয়ার (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৮২ ভোট, নিকটতম স্বতন্ত্র শরীফুর রহমান পেয়েছেন ৪ হাজার ৭৯৯ ভোট।
ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) মো. আব্দুর রউফ (আনারস) পেয়েছেন ৩ হাজার ৫৩৬ ভোট, নিকটতম শহীদুর রহমান মৃধা (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৬৪১ ভোট।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা অবধি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন