ফাটল আতঙ্কে সোয়েটার কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
| আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৫:৪৪ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৭, ১২:১২

ঢাকার আশুলিয়ায় স্কাই লাইন গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানার ভবনে ফাটল আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দশ শ্রমিক আহত হয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর না হওয়ায় তাদের নিকটস্থ ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কারখানাটি এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার সকালে পলাশবাড়ী এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন স্কাই লাইন গ্রুপ কারখানার নয় তলাবিশিষ্ট ভবনে স্যোয়েটার সেকশনের শ্রমিকদের মাঝে ফাটল আতঙ্ক দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত সকালে কাজে যোগ দেয় কারখানাটির প্রায় নয়শ শ্রমিক। এসময় জ্যাকার ম্যাশিন চালু করলে এক ধরনের কম্পণ অনুভব করে শ্রমিকরা। এতে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত দশ শ্রমিক আহত হয়। পরে তাদের নিকটস্থ ক্লিনিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কতৃপক্ষ।

শ্রমিকরা আরো জানায়, নয় তলা ভবনটির অধিকাংশ ফ্লোরের দেয়ালে ফাটলের চিহ্ন রয়েছে। যা মেরামত করছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় কারখানাটির ফাটলের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের তা পরিদর্শনে বাধা প্রদান করেন সিকিউরিটি ইনচার্জ দেলোয়ার হোসেন। ভবনে কোন ফাটল নেই জানালেও সাংবাদিকদের ফাটল দেখতে ভেতরে প্রবেশ করতে দেননি তিনি।

এদিকে ঘটনার পরপর শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মো. লুৎফর কারখানা পরিদর্শনে আসেন। এসময় সাংবাদিকরা গেইটে দাড়ানো অবস্থায় তিনি কারখানার ভেতরে ফাটল পরিদর্শনে যান।

পরে বেরিয়ে আসলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত তার ফোর্স নিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :