দুই বাকপ্রতিবন্ধীর ফেসবুকে প্রেম, অতঃপর...

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার থেকে
| আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৬:৫৫ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৭, ১৬:৪২

প্রেমের কোনো দেশ-কাল-পাত্র নেই। এই প্রেমের টানেই সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রেমিক-প্রেমিকার মিলনের গল্প নতুন নয় ইতিহাসে। তেমনই এক নজির স্থাপন করলেন মৌলভীবাজারের বাকপ্রতিবন্ধী সিরাজ আহমদ লন্ডন প্রবাসী ও বাংলাদেশের বাকপ্রতিবন্ধী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিনের তৃতীয় মেয়ে ফাবিহা খানম পান্না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্রে পরিচয় তাদের। পরিচয় থেকে বন্ধুত্ব, প্রেম। তারপর বাংলাদেশ আর লন্ডন দূরত্ব ঘুচিয়ে এই যুগল এখন পরিণয়ে আবদ্ধ হওয়ার পথে।

আগামী শুক্রবার তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে। তাদের বিয়ের আয়োজন চলছে জোরেশোরে।

সিরাজ-পান্না প্রেমের সফল পরিণতির এই গল্প এখন মৌলভীবাজারের মানুষের মুখে মুখে।

সিরাজ আহমদের চাচাত ভাই মৌলভীবাজার জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, সাড়ে তিন বছর ধরে ফেসবুকে ফাবিহা খানম পান্নার সঙ্গে পরিচয় হয় সিরাজের। এরপর দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে পরস্পরকে ভালোবেসে ফেলেন এই দুই বাকপ্রতিবন্ধী।

হালিম জানান, পরে তারা দুজনই সিদ্ধান্ত নেন বিয়ে করার। চার দিন আগে সিরাজ লন্ডন থেকে মা ও ছোটভাইকে নিয়ে দেশে আসেন। এসে দুই পরিবারের যৌথ্ উদ্যোগে বিয়ের দিন ধার্য করা হয়।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :