সৈয়দপুরে উপজেলা উপ-নির্বাচনে একজনের মনোনয়ন বাতিল

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৭, ১৭:৪৭

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নপত্র সোমবার দুপুরে যাচাই-বাছাই করা হয়। এতে স্বতন্ত্র প্রার্থী হিটলার চৌধুরীর ভুলুর ভোটারদের স্বাক্ষর ও টিপসহিতে গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন এ মনোনয়নপত্র বাতিল করেন।

বর্তমানে নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়। এরা হচ্ছেন- আওয়ামী লীগের মোখছেদুল মোমিন, বিএনপির শওকত হায়াত শাহ, জাতীয় পার্টির ইলিয়াছ চৌধুরী, ইসলামী আন্দোলনের হাফেজ নূরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আব্দুল মুনতাকিম।

সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ এপ্রিল। ভোটগ্রহণ ১৬ মে নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক চলতি বছরের ১ মার্চ ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :