মাধবপুরে ভুয়া ‘পুলিশ’ গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৭, ১৮:৩৯

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে পুলিশের ভুয়া হাবিলদার মঈন উদ্দিন লস্কর নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভবানিপুর গ্রাম থেকে জনতার সহযোগিতায় মাধবপুর থানার মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার মঈন উদ্দিন লস্কর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের মুকিম উদ্দিন লস্করের ছেলে।

মাধবপুর থানায় প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহামেদ জানান, পুলিশের ভুয়া হাবিলদার পরিচয় দিয়ে প্রতারক মঈন উদ্দিন সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভবানিপুর গ্রামের পুলিশ কনস্টেবল প্রার্থী দিলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ লাখ টাকা দাবি করেন।

এ সময় তার কথাবার্তা সন্দেহ হলে বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে মাধবপুর থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মাধবপুর থানায় প্রতারক মাঈন উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :