‘শেখ হাসিনার সামনে খালেদার দাঁড়ানোর ক্ষমতা নেই’
পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার ক্ষমতা নেই রাজাকার-আলবদরদের নিয়ে শেখ হাসিনার সামনে দাঁড়ানোর। অতীতেও খালেদা জিয়া পারেননি, ভবিষ্যতেও পারবেন না।
সোমবার নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়ার দায়িত্বগ্রহণ উপলক্ষে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আমলে দেশে কোন গণতন্ত্র ছিল না। শেখ হাসিনাই দেশে গণতন্ত্র কায়েম করেছেন। তার হাতেই গণতন্ত্র নিরাপদ। ব্রিটিশ শাসনামলে জেলা পরিষদ প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ১৩২ বছর জনগণ জেলা পরিষদের কোন সেবা পায়নি। শেখ হাসিনাই দেশের প্রথম নির্বাচন দিয়ে জেলা পরিষদকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
তিনি বলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। আগামী সংসদ নির্বাচনে পাঁচটি আসনেই আওয়ামী লীগ পাবে।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, কামরুল আশরাফ খান পোটন, সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহন, সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, ব্যারিস্টার তৌফিকুর রহমান, পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক শরীফ, জেলা পরিষদ সদস্য মো. সাইফুর রহমান, সেরাজ মাহমুদ প্রমুখ।
স্বাগতিক বক্তব্য পেশ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠান শেষে যুব মহিলাদের মধ্যে ৫শ সেলাই মেশিন বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন