নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ৯ জেলের দণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৭, ১৯:৫৭
ফাইল ছবি

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে লক্ষ্মীপুরের কমলনগরে নয় জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তাদেরকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- উপজেলার লুধুয়া ফলকন এলাকার জেলে জামাল হোসেন মাঝি, ফারুক মাঝি, ছকির আহাম্মদ, মো. জসিম, মো. সালাউদ্দিন, মো. তারেক, জয়নাল আবদিন, মো. মোস্তফা ও মো. মিরাজ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস জানান, জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল এ দু’মাস সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবার সন্ধ্যায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ উপজেলার চরকটোরিয়া, লুধুয়া ও হেতনার খাল মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে মাছ শিকারের সময় একটি বাধা জাল, তিন হাজার মিটার কারেন্ট জাল ও নয়টি মশারি জালসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেকের তিন হাজার টাকা করে জরিমানার রায় দেন।

তিনি আরও জানান, আটক জালগুলো প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলেদের দণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :