জামালপুরে আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৭, ২৩:৪৮

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার একদিন পর বিলুপ্ত করার প্রতিবাদে মিছিল ও গাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

কলেজ শাখার ছাত্রলীগ নেতা-কর্মীরা জানান, দীর্ঘ দুই বছর পর গত রবিবার সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের কমিটি দেয় জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিহাদুল আলম ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের স্বাক্ষরে কলেজ শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে খাবিরুল ইসলাম খান বাবুকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশও দেওয়া হয়। কিন্তু কমিটি অনুমোদনের একদিন পরই সোমবার দুপুর এক চিঠির মাধ্যমে ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত ঘোষণার পত্রে লেখা হয়েছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার পরামর্শক্রমে ছাত্রলীগের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হলো।’

এ খবর কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা শহরের ফৌজদারী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বকুলতলা এলাকায় পৌঁছলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা একটি ট্রাক, রাজীব বাস, কয়েকটি পিকআপ ভ্যানসহ ১০ থেকে ১২টি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

কমিটি অনুমোদনের একদিন পরেই বিলুপ্ত ঘোষনার বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের বক্তব্য চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :