বরিশালে কৈশোর-তারুণ্যের বইমেলা
কৈশোর-তারুণ্যকে জ্ঞান ও মননশীল পাঠে প্রণোদিত করতে শ্রেণিকক্ষের পাশে বইমেলায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে বরিশালে তিন দিনের ‘কৈশোর-তারুণ্যে বই’ মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই মেলার উদ্বোধন করেন কৈশোর-তারুণ্যের বই’র নির্বাহী কমিটির আহবায়ক তুষার আব্দুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে বই আনন্দ যোগায় স্বপ্ন দেখায় এমন ধরনের বই শিক্ষার্থীদের হাতের নাগালে নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ে এই বইমেলার আয়োজন। আর বই হলো সবচেয়ে বড় বন্ধু। এর মধ্যদিয়ে তারুণ্য বিকশিত হবে এটাই কামনা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বদরুজ্জামান, কৈশোর তারুণ্যের বই সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ জাকির হোসেন।
মেলায় অনন্যা, প্রথমা, কাকলী প্রকাশনী মিলিয়ে আটটি প্রকাশনী অংশ নিয়েছে তাদের বই নিয়ে।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন