ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না: ফিফাকে মেসি

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৭, ১২:৩৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৭, ১৩:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ম্যাচ চলাকালীন সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গেল ২৮ মার্চ লিওনেল মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে চার ম্যাচ নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তবে গুঞ্জন রয়েছে, মেসি যদি ফিফার কাছে ক্ষমা চায়, তাহলে চার ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। আগামী ৪ মে জুরিখে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হওয়ার কথা মেসির।

কিন্তু আর্জেন্টিনার গণমাধ্যমের দাবি, মেসি ক্ষমা চাইতে নারাজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না। এতে করে নিষেধাজ্ঞা না উঠলেও কিছু করার নাই।

রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে চিলের বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। সে ম্যাচের শেষদিকে লাইন্সম্যানের সঙ্গে নাকি অসৌজন্যমূলক আচরণ করেন মেসি। তবে ম্যাচের প্রতিবেদনে এমন কোনো ঘটনার কথা উল্লেখ করেননি রেফারি। পরে ভিডিও ফুটেজ দেখে মেসিকে নিষিদ্ধ করা হয়।

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে ঢুস মেরে জিদান তিন ম্যাচ আর মা-বোন তুলে গালি দেওয়ায় মাতেরাজ্জিকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/জেইউএম)