বরিশালে জেলেদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৭, ১৭:২৯

জেলেদের মাঝে চাল বিতরণে মেম্বার-চেয়ারম্যানদের অনিয়ম দুর্নীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলেরা।

মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা ক্ষুদ্র মৎসজীবী সমিতির আয়োজনে এই মানববন্ধন হয়। এতে জেলেদের পাঁচ দফা দাবির কথা তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি ইসরাইল পন্ডিত এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার।

বিভাগীয় সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে জেলে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন জেলেরা।

জেলেদের দাবিগুলো হচ্ছে- প্রতি মাসে দরিদ্র জেলেদের ৬০ কেজি চাল ও দুই হাজার টাকা প্রদান, মেম্বার-চেয়ারম্যানদের দুর্নীতি বন্ধে জেলে সমিতির প্রতিনিধি ছাড়া চাল বিতরণের মাস্টার রোল গ্রহণ না করা, ইলিশ শিকার বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, সাজার পরিমাণ সর্বোচ্চ ১০ দিন করা এবং নিহত জেলে পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :