নারায়ণগঞ্জে ৫০ হিজড়াকে পুনর্বাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৭, ১৭:৩৩

সমাজের সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীকে সাবলম্বী ও কর্মক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে সরকার। হিজড়াদের উন্নয়নের জন্য চলতি বছর সরকার সারাদেশে ৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ৫০ হিজড়াকে দুই মাসব্যাপী বিউটিশিয়ান এবং সেলাই প্রশিক্ষণ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রাশিক্ষণপ্রাপ্ত হিজড়াদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়। জেলা প্রশাসক রাব্বি মিয়া প্রত্যেক হিজড়ার হাতে ২৫ হাজার টাকা এবং প্রশিক্ষণ সনদ তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হেলাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ছারোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. এহসানুল হক প্রমুখ।

সমাজকল্যাণ অধিদপ্তরের হিজড়া উন্নয়ন প্রকল্পের পরিচালক আবদুর রাজ্জাক হাওলাদার জানান, হিজড়ারা সব সময়ই সমাজে উপেক্ষিত হয়ে আসছে। কিন্তু সরকার এই গোষ্ঠীকে কাজে লাগাতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :