তিন দিনের সরকারি সফরে ভাণ্ডারিয়ায় বনমন্ত্রী

সৈয়দ মাহ্ফুজ রহমান, পিরোজপুর প্রতিনিধি
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৭, ২২:৪৯

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তিন দিনের এক সরকারি সফরে তার নির্বাচনী এলাকা পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পৌঁছেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এসে পৌঁছান তিনি। পরে রাতে ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়ার গৌরীপুর-শ্রীপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইন উদ্বোধন উপলক্ষে স্থানীয় ডাক্তার হাট বাজার এলাকায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।

গৌরীপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. খায়রুল আলম সেখ ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক শংঙ্কর কুমার কর।

এতে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পুলিশ সুপার (অতিরিক্ত) আবুল কালাম আজাদ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. আসমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, টুঙ্গীপাড়া আ.লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সুইচ টিপে গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :