বরিশাল বিভাগীয় কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৭, ২২:৫২

দপদপিয়া আন্তঃজেলা খেয়াঘাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে বিভাগীয় কমিশনারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ১ম যুগ্ম জেলা জজ আব্দুল হামিদ বিচারাধীন আদালতে মামলাটি দায়ের করেন ইজারাদার শামীম খান।

মামলার বিবাদীরা হচ্ছেন- বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক, উপপরিচালক, নলছিটি উপজেলার ইউএনও ও উপজেলার তিমিরকাঠি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

বাদী মামলার আরজিতে বলেন, “গত বছর ২৩ আগস্ট ১০ লাখ ৮০ হাজার ৫০৫ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি বাংলা ১৪২৩ সালের জন্য দপদপিয়া খেয়াঘাটের ইজারা পান। ইজারাদার নিযুক্ত হয়ে তিনি ৩০ আগস্ট দৈনিক গড় ইজারা ৩ হাজার ৫৫২ টাকা ৩৫ পয়সা করে ইজারা ও মূল্য সংযোজন কর, আয়কর মিলিয়ে মোট ১২ লাখ ৯৬ হাজার ৬০৭ টাকা দেন।

৪ সেপ্টেম্বর বিবাদীরা তার সাথে ইজারার চুক্তি করে ৫ সেপ্টেম্বর বাংলা ১৪২৩ সালের ২১ ভাদ্রতে তাকে ঘাট ইজারার দখল বুঝিয়ে দেন। এতে তিনি আরও ১৪৪ দিন ইজারা পাওয়া থেকে বঞ্চিত হন। তিনি ওইদিনগুলোর ইজারা হিসেবে মোট ৫ লাখ ১১ হাজার ৫ শ ৩৮ অতিরিক্ত দেন। অতিরিক্ত টাকা ফেরত চেয়ে আবেদন করলে বিবাদীরা তাকে ২ লাখ ১১ হাজার ১৮৮ টাকা কমিয়ে ৩ লাখ ৩৫০ টাকা নেয়ার জন্য বলে। বিবাদীরা তার হিসেব না বুঝিয়ে দিয়ে পুনরায় গত ১ জানুয়ারি ঘাটটির ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রচার করে। তাকে জানানো আইনত বাধ্যতামূলক হলেও তাকে জানানো হয়নি। তাকে বিজ্ঞপ্তি না দিয়ে তার নাম অন্তর্ভুক্ত করে রাখে। ৯ জানুয়ারি তিনি জানতে গেলে বিবাদীরা তাকে সদুত্তর দেয়নি।

খেয়াঘাটটির ইজারা নিয়ে বিবাদীদের কাজ বাতিল দাবি করে মামলা দায়ের করলে আদালত আদেশের জন্য রেখে দেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :