রোনালদোর আরও ১০০

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৭, ০৯:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গেল সপ্তাহে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় শতক গোলের রেকর্ড গড়েছিলেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করে সেই খেতাবে নাম লেখান সি আর সেভেন।

এক সপ্তাহ পা না হতেই আরেকটি রেকর্ড হলো রোনালদোর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন চারবারের ব্যালন ডি অর জয়ী। তাও সেই বায়ার্নের বিপক্ষে। তবে এবার জোড়া গোল নয়, হ্যাটট্রিক দিয়েই পূর্ণ হলো আরও ১০০।

এদিকে রোনালদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের সেমির টিকিট কাটলেন জিনেদিন জিদানের ছাত্ররা। প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকা রিয়াল গেল রাতে ঘরের মাঠে ৪-২ গোলে বায়ার্নকে পরাজিত করে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করল বেল-বেনজেমারা।

৭৬, ১০৪ এবং ১০৯ মিনিটে তিন গোল করে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলকে জয়ের আনন্দে মাতোয়ারা করেন রোনালদো।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেইউএম)