বার্সা ত্রয়ীতে জুভিদের যত ভয়

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৭, ১২:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আজ রাত বাংলাদেশ সময় ১২.৪৫টায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের লেগে জুভিদের কাছে ৩-০ গোলে হারে কাতালানরা। তবুও ন্যু ক্যাম্পে বার্সাকে নিয়ে বেশ সতর্ক জুভেন্টাস।

মাঠে নামার আগে ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিলেন মেসি-নেইমার-সুয়ারেজ। ‘বার্সার আক্রমণভাগ বিশ্বসেরা। ওদের তিন ফরোয়ার্ড বিশ্বের সেরা পাঁচজনের তিনজন। ওরা ঠিক হাঙরের মতো। আপনি ওদের সামনে একটু অলসতা করলে, ওরা আপনাকে শেষ করে দেবে। ওদের যতটা সম্ভব আটকে রাখতে হবে। ওদের পায়ে বল যাওয়ার পরপরই কেড়ে নিতে হবে।’

এদিকে পেছনের হতাশা ভুলে দ্বিতীয় লেগে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে চায় বার্সা। দলের ব্রাজিলিয়ান তারকা নেইমারের কণ্ঠ থেকে সেই আভাসই মিলল। ‘আমাদের বিশ্বাস রাখতে হবে যে, আমরা পারব। প্রথম লেগে বার্সা যেকোনো দলের সঙ্গে হারতেই পারে। কিন্তু নিজের মাঠে বার্সা, বার্সাই। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই দারুণভাবে ঘুরে দাঁড়াবে বার্সা।’

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেইউএম)