রিয়ালের চার গোলে রেফারির ‘দুই’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৭, ১৪:৩২

একটি নয়, এক ম্যাচে তিন-তিনটি ভুল! কি করে সম্ভব। গেল রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ছিটকে সেমির টিকিট হাতে পায় রিয়াল।

বার্নাব্যুতে অনুষ্ঠিত ওই ম্যাচে রেফারির তিনটি বাজে সিদ্ধান্ত আলোচনার টেবিলে জায়গা করে নিয়েছে। বিষয়টিতে ডাকাতি বলে অভহিত করছেন জার্মান ক্লাবটির ডাচ উইঙ্গার রোবেন। ‘বায়ার্ন ডাকাতির শিকার হলো। এটা খুবই দুঃখজনক।’

ম্যাচে তখন দুই লেগ মিলে ৩-৩ গোলে সমতা। বায়ার্নের মিডফিল্ডার ভিদালকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে সেটা মোটেও ভিদালের দোষ ছিল না।

অতিরিক্ত সময়ে বাকি দুটি ভুল করে রেফারি। ১০৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। টিভি রিপ্লেতে দেখা গেছে রোনালদো পরিষ্কার অফসাইড হয়েছেন। ১০৯ মিনিটের মাথায় হ্যাটট্রিক করেন সি আর সেভেন। তাও বিতর্ক ছুঁয়ে। টিভি রিপ্লে দেখা যায়, এটাও অফসাইড ছিল।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :