গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক মো. দাদন মিয়া ঢাকাটাইমসকে জানান, বুধবার বেলা সোয়া ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ রেলরুটের শ্রীপুরের আউট সিগন্যালে রেল লাইন পার হচ্ছিলেন ওই যুবক। এসময় তিস্তা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন। এতে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে ওই যুবক মারা যান। নিহতের পরনে সাদা লুঙ্গি এবং কালো শার্ট ছিল।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধ/জেডএ)
মন্তব্য করুন