রংপুরে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:১৬ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:১৪

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন চরকবাজার আশরতপুর এলাকায় মাটির নিচ থেকে তিনটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেনেড তিনটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনা বাহিনীর ব্যবহৃত বলে জানিয়েছে পুলিশ। এখানে পাকিস্তানি বাহিনীর একটি ক্যাম্পও ছিল।

বুধবার সকালে ওই এলাকার তোফায়েল আহমেদ পিন্টুর বাড়িতে খোড়াখুড়ির কাজ করার সময় এসব উদ্ধার করা হয়।

রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, নগরীর আশরতপুর এলাকার তোফায়েল আহমেদ নামের এক ব্যক্তি বাড়ি করার জন্য মাটি খোড়াখুড়ি করছিলেন। এসময় তিনটি গ্রেনেড দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে গ্রেনেড তিনটি উদ্ধার করে।

তিনি জানান, ওই বাড়ি এলাকায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। গ্রেনেড তিনটি পরিত্যক্ত এবং সেই সময়ের বলে ধারণা করছি।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :