গাইবান্ধায় মহাসড়ক অবরোধ

গাইবান্ধা (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:৪২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিকের দাবিদার মসজিদের অংশ ভেঙে ফেলেন। এতে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় মাহবুবার রহমান নাহিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

মুসল্লিরা জানান, পৌর এলাকার পান্থাপাড়া গ্রামের ইসলাম মিয়া ও তার ছেলে মাহাবুবার রহমান নাহিদ শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড জামে মসজিদের অভ্যন্তরে তাদের কিছু জমি আছে বলে দাবি করেন। বুধবার সকালে মসজিদের সামনের কিছু অংশ ভেঙে ফেলেন তারা। এ ঘটনায় ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে পুলিশ নাহিদকে আটক করে।

এদিকে বিকাল বেলা ৩টার দিকে এলাকার মুসল্লিরা আটক ব্যক্তিসহ দোষীদের শস্তির দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :