কুমিল্লায় আ.লীগের দুই কর্মী হত্যায় মামলা

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৭, ১৯:০৯

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় ক্ষমতাসীন আ.লীগের দুইকর্মী হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে ইউপি সদস্য আশ্রাফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় এ মামলা করেন। মামলায় অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা মুরাদনগরেরে রহিমপুর গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুইপক্ষে সংঘর্ষ হয়। এতে ফারুক ও সাইদুল ইসলাম নামে আওয়ামী লীগের দুই কর্মী খুন হন। বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটজন ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, এলাকায় দুই রাজনৈতিক ব্যক্তির আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যবসার জের ধরে স্থানীয় ইউপি সদস্য আলী আশ্রাফ ও কবির-আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফারুক ও সাঈদুল নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজন ও জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান বলেন, ‘বুধবার দুপুরে ইউপি সদস্য আলী আশ্রাফ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/জেডএ)