বরিশালে ৩ লাখ চিংড়ি রেনুসহ আটক ১০

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৭, ১৯:১৬

বরিশালে চিংড়ি রেনু পোনার ১০ পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ৮। তাদের কাছ থেকে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ভোররাতে ট্রাকে পাচারকালে ৩ লাখ রেনু পোনাসহ ১০ পাচারকারীকে নগরীর কাশিপুর বাজার এলাকা থেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুসেইন খাঁন প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দেন।

আটককৃতরা হলো- মাদারীপুরের পাঁচখোলা এলাকার মৃত আব্দুর রাজ্জাক’র ছেলে আমির হোসেন (৩৫), ট্রাক চালক বাগেরহাটের শেখ খলিলের ছেলে শেখ মিন্টু (৩০), ভোলার রামদাসপুর এলাকার জায়েদ মহাজনের ছেলে মোঃ মোক্তার হোসেন (১৯), রওশন আলী সরদারের ছেলে মো. শরীফ (৪৫), আলী হোসেন ফরাজীর ছেলে আবু সাইদ (৩০) হাসেম হাওলাদারের ছেলে রিয়াজ (২৬), জাহের মহাজনের ছেলে মনির (২০), আমির হোসেনের ছেলে তৈয়েব হোসেন সরদার(৩০), হাসিম সরদারের ছেলে ফারুক সরদার (৩০), সিরাজ শেখ’র ছেলে শেখ ইউনুছ (২৪)।

দুপুরে র‌্যাব জানায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিপুর এলাকার অভিযান চালানো হয়। সেখান থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৯৫৩৮) পাচারকালে ১৪ ড্রামের মধ্যে ভর্তি চিংড়ি রেনুসহ ১০ জনক আটক করা হয়।

আটক সকলের কাছ জরিমানা আদায় করে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়েছে।

অপরদিকে চিংড়ি রেনু পুনরায় মিঠা পানিতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :