চরভদ্রাসনে দুটি বালু উত্তোলন মেশিন ধ্বংস

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৭, ১৯:২৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের চরভদ্রাসনে দুইজন অবৈধ বালু উত্তলোনকারীকে দশ হাজার টাকা জরিমানা  ও দুটি  বালু উত্তোলন মেশিন ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চরভদ্রাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট পারভেজ চৌধুরী বুধবার দিনভর এ অভিযান পরিচালনা করেন।

মেজিস্ট্রেট পারভেজ চৌধুরী জানান, হরিরামপুর ইউনিয়নের জনু শিকদারের ঘাট নামক স্থান হতে ড্রেজার চালক চর শালিপুর গ্রামের মোসলেম মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা (২৮) ও আনিস শেখের ছেলে আমিনুল ইসলামকে (২৭) কে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ওই স্থান হতে আটক একটি এবং সদর ইউনিয়নের হাজিডাঙ্গী ভাঙ্গার মাথা হতে একটিসহ মোট দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)