পাবনায় প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা দখলমুক্ত

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৭, ২০:৫৭| আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০৮:৪৩
অ- অ+

অবশেষে দখলমুক্ত হলো পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে অবস্থিত বাংলা সাহিত্যের চলিত গদ্য রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর স্মৃতি বিজরিত পৈত্রিক ভিটা।

বুধবার প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গাটি সরকারের আয়ত্বে নেয়া হয়।

ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মানুৃষ জায়গাটি অবৈধ দখলে রেখেছিল।

প্রমথ চৌধুরীর স্মৃতি বিজরিত স্থানটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন চাটমোহরবাসী।

বুধবার সকালে পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার ও চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় ৩ একর (৯ বিঘা) জায়গায় নির্মিত কাঁচা-পাকা মিলিয়ে ১৮টি বসত ঘরসহ বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেন।

আর প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। তাদের দাবি, সেখানে প্রমথ চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয়সহ একটি স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলতে হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য পরপর ৫ বার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু দখলদাররা স্থাপনা সরিয়ে নেননি। পরবর্তীতে সরকারি সকল প্রকার উচ্ছেদ প্রক্রিয়া মেনে অবৈধ স্থাপনাগুলো আজ উচ্ছেদ করা হয়েছে। প্রমথ চৌধুরীর স্মৃতি ধরে রাখতে মুক্ত হওয়া জমিতে পর্যটন কেন্দ্র ও সংগ্রহশালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুমন
গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে কাউকেই ছাড়া নয়: সারজিস আলম
ঘাটাইলে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে যুবকের জেল
শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা