মির্জাপুরে শিক্ষার্থীদের ছাতা উপহার দিলেন ইউএনও

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৭, ২২:৪২
অ- অ+

"রোদ বৃষ্টির ভয় নাই, সময় মতো স্কুলে যাই" শিক্ষার্থীদের এমন স্লোগান লেখা ছাতা উপহার দিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

বুধবার সকালে উপজেলার মাস্তমাপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় প‌রিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তিনি এ ছাতা উপহার দেন।

উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ব্যতিক্রমী এ উপহার পেয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অ‌ভিবাব‌কদের মা‌ঝে ব্যাপক উৎসাহ উ‌দ্দীপনা সৃ‌ষ্টি হয়।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, রোদ অথবা বৃষ্টি কোনো একটির কারণেও যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে অনুপস্থিত না থাকে, সে চিন্তা থেকে তিনি শিক্ষার্থীদের ছাতা উপহার দিচ্ছেন।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা