রূপগঞ্জে দম্পতিকে কুপিয়ে জখম

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ১১:৪৭ | আপডেট: ২০ এপ্রিল ২০১৭, ১৫:২৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রতিপক্ষের লোকজন বাড়ি ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মেয়ে নাসরিন আক্তার জানান, একই এলাকার আলমগীর তার বাবা জমির উদ্দিনের কাছে দীর্ঘদিন ধরে এক  লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদার না দিলে হত্যা করবে বলেও হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে আলমগীর, জাহাঙ্গীর, রাশিদুল, মিয়াসহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাসরিনদের বাড়িতে প্রবেশ করে বাড়ি-ঘর ভাঙচুর শুরু করে।

নাসরিনের মা মালেকা বেগম ভাঙচুরে বাধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। মালেকা বেগমের ডাক-চিৎকারে জমির উদ্দিন বাঁচাতে এগিয়ে আসলে চাঁদাবাজরা তাকেও কুপিয়ে জখম করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এলএ)