পাঁচ পেসার ও দুই স্পিনার নিয়ে বাংলাদেশ দল

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ১২:৪৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর সামনে রেখে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে ফিরেছেন শফিউল ইসলাম। বাদ পড়েছেন শুভাগত হোম।

এই দলে রয়েছেন মোট পাঁচজন পেসার। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। স্কোয়াডে স্পেশাল স্পিনার রাখা হয়েছে দুইজনকে। তারা হলেন মেহেদী হাসান মিরাজ ও সানজামুল ইসলাম। মিরাজ স্পিন-অলরাউন্ডার হলেও তার দলে প্রবেশ মূলত বোলার হিসেবেই। আর সানজামুল ইসলামের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

অন্যদিকে, স্পিনার হিসেবে সাকিব আল হাসান তো রয়েছেনই। মোসাদ্দেক হোসেন সৈকতের অফস্পিনও দারুণ কার্যকর। মাহমুদউল্লাহ রিয়াদও স্পিনার হিসেবে অনেক ভালো।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

(ঢাকাটাইমস/২০ এপ্রিল/এসইউএল)