ভাণ্ডারিয়ায় ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ১৫:০০

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভুল চিকিৎসায় সাপে কাটা এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

জানা যায়, ভাণ্ডারিয়া উত্তর পৈকখালী গ্রামের ইউসুফ আকনের সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলে মিরাজ আকন (১৩) বুধবার রাতে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় ধানক্ষেত দিয়ে আসার সময় পায়ে কিছু দংশন করেছে বলে অনুভব করে। ব্যথা নিয়ে বাড়িতে আসার পর তার মা কাপড় দিয়ে পা বেঁধে দেন। পরে তাকে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে তখন স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো সঞ্জিব দায়িত্বে ছিলেন। তিনি রোগীকে তিনটি ইঞ্জেকশন দিয়ে বাঁধটি খুলে দেন। রিকশায় করে বাড়িতে ফেরার পথেই মিরাজের মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, দায়িত্বরত ব্যক্তি জানান, এটা সিরিয়াস কিছু না। শামুকে কামড় দিয়ে থাকতে পারে। তাই তিনি পায়ের বাঁধটি খুলে দেন। তাদের দাবি, সাপে কাটা রোগীর বাঁধ খোলার কারণেই তার মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা এইচ এম ফখরুল ইসলাম ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করে ঢাকাটাইমসকে বলেন, ‘আমি যতদূর জানি ছেলেটিকে বরিশালে রেফার্ড করা হয়ছিল।’ বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলেও জানান।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :