টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাইল্যা নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার কাইল্যা গ্রামের কয়েকজন যুবক মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে আসলে ওই এলাকার যুবকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
এর সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোঠা নিয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে এগিয়ে যায়। খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের লোকজনও এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই কাইল্যা গ্রামের মুক্তার আলীর ছেলে আসাদুল হক নিহত হয়। আহত হয় উভয় গ্রামের অন্তত ১০ জন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন