অপূর্ব-মৌটুসীর ‘শব্দের শরীর’

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ১৭:২৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামীকাল শুক্রবার এনটিভিতে প্রচার হবে নাটক ‘শব্দের শরীর’। নাটকটি রচনা করেছেন
আহসান হাবিব সকাল। পরিচালনা করেছেন দীপু হাজরা।  এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মৌটুসী বিশ্বাস, সাব্বির আহমেদ, জাবেদুর রহমান, জাফিয়া হক, এস.এম কাশেম, রাহাদ খান, সাদ্দাম সানি প্রমূখ।


নাটকটির গল্পে দেখা যাবে, টগর একজন লেখক। তার লেখনী তাকে নিয়ে গেছে এক উচ্চতর আসনে। এক নামেই তিনি পরিচিত। কোন একদিন টগরের ইন্টারভিউ নিতে আসে হাবিব নামের এক সাংবাদিক। সেখানে আলাপচারিতার মাঝে পরিচয় করিয়ে দেয় টগরের স্ত্রী চারুর সাথে। হাবিব চারুকে দেখে চিনে ফেলে কারণ এক সময় দুজন-দুজনকে ভালোবাসতো। কোন এক দুর্ঘটনায় হাবিব আক্রান্ত হলে সেই ফাঁকে পরিচয় হয় টগরের সাথে। কায়দা করে টগর চারুকে বিবাহ করে। হাবিব অনুসন্ধান চালিয়ে পরবর্তীতে জানতে পারে টগর আসলে চারুকে ব্যবহার করে চারুর লেখাগুলোই নিজের নামে চালিয়ে দিয়েই তার এত নাম ডাক। বলা যায় চারু গৃহবন্দিই আছে টগরের কাছে। এভাবে এগুতে থাকে “শব্দের শরীর” নাটকের গল্প।

 শুক্রবার রাত ৯টা ৫মিনিটে প্রচারিত হবে নাটকটি।